সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তাহিরপুরের ৪ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনকে অব্যহতি 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

তাহিরপুরের ৪ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনকে অব্যহতি 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাহিরপুর উপজেলা ছাত্রলীগের ৪ নেতাসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের মোট ১৫ জন নেতাকর্মীকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ১৫ নেতাকে নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়।

এদের মধ্যে ৩জন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তারা হলেন, আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম ও আকসার ইবনে আজিজ পাঠান।

অন্যরা হলেন, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হূদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ।

এছাড়াও রয়েছেন, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, মোহাম্মদ মোস্তফা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।

টিএইচ